রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে দক্ষিণে ঢাকার সবচাইতে কাছের জেলাগুলোর একটি হচ্ছে মুন্সীগঞ্জ জেলা। ঢাকা থেকে সড়কপথে এই জেলাটির দূরত্ব ২৬ কিলোমিটার। অনেকের কাছে এই জেলাটি বিক্রমপুর নামেও পরিচিত। প্রমত্তা পদ্মা, মেঘনা, শীতলক্ষা, ইছামতি ও ধলেশ্বরী নদী বেষ্টিত মুন্সীগঞ্জ জেলা । ঢাকা থেকে মুন্সীগঞ্জ যেতে সময় লাগে ১/২ ঘন্টা।
অবস্থান
মুন্সীগঞ্জ জেলার পশ্চিমে ঢাকা ও ফরিদপুর জেলা, উত্তরে- ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে- মাদারীপুর ও শরীয়তপুর জেলা এবং পূর্বে কুমিল্লা ও চাঁদপুর জেলা অবস্থিত।
যাতায়াত পদ্ধতি
ঢাকার গুলিস্তান, সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে এই রুটে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস প্রতি ১০/১৫ মিনিট পর পর চলাচল করে। গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের পূর্ব পাশ এবং যাত্রাবাড়ী গোলচত্ত্বরের পূর্ব-দক্ষিণ দিক থেকে ঢাকা-মাওয়া ও ঢাকা-লোহজং, শ্রীনগর, টংগীবাড়ী প্রভৃতি স্থানের বাস ছেড়ে যায়।
নৌ-পথে ভ্রমণ
নৌ-পথে ঢাকার সদরঘাট থেকে সারাদিনই ছোট ছোট লঞ্চ এই জেলার কাঠপট্টি, ফতুল্লা প্রভৃতি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS